প্রিয় বন্ধু এমএম এর একক নিষ্ঠায় গতকালের ভলিবল অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে চমৎকার ছিল। কথা দিয়ে এবং একবার সিডিউল দিয়েও ORWA ভলিবল টুর্নামেন্ট অর্গানাইজ করতে না পারলেও ALLIENCE যে থেমে নেই, সেটা গতকাল আবারো প্রমাণিত হয়েছে। এটা মনে হতেই গর্বে বুকটা ফুলে ওঠে যে ALLANE সবসময়ই অনেক বেশী অর্গানাইজড, এমনকি ORWA এর চাইতেও। এই সীমিত আয়োজনে চমৎকার কিছু পুরষ্কার এর মাধ্যমে ভলিবলের বিগত কয়েক বছরের নিয়মিত অংশগ্রহণকারী বন্ধুদের যে রিকগনিশন দেয়া হলো সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আর এর বেশিরভাগ ক্রেডিট প্রিয় বন্ধু এমএম এর। এই ছোট্ট আয়োজনে দুটি চিয়ারগার্ল এনে সবাইকে বাকরুদ্ধ করার সাহসী পদক্ষেপ এমএম এর মত আধুনিক চিন্তধারার দুএকজন সংখ্যালঘু ব্যক্তিই করতে পারে। পরবর্তীতে এ জতীয় আয়োজনে আমাদের অগ্রগতি স্বচক্ষে দেখবার জন্...
A walk on the memory lane... best place for 93-95 members