সমসাময়িক জীবনের বন্ধু এবং বন্ধুত্ব অনেক গুলো উপাদান ও বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত। যত বেশি উপাদানের অস্তিত্ব থাকবে তত বেশি বন্ধুত্ব গভীর ও মজবুত হবে। আমার সাথে অনেকেই হয়ত একমত হবে।
কিন্তু স্কুলের বাল্য জীবনের বন্ধুর ক্ষেত্রে ব্যপারটা ঠিক যেন তার উল্টোটা। এখানে পর্যাপ্ত উপাদান আর বৈশিষ্ট্য না থাকলেও তা থাকে অনেক গভীর ও মজবুত। তাইতো দীর্ঘদিন পরও স্কুলের কোন বাল্য বন্ধুকে দেখলে আমরা অশ্লীল ভাষায় গালি দিয়ে একটা বুকভরা আলিঙ্গন করতে পারি। নির্দ্বিধায় বলতে পারি মনের অনেক না বলা কথা। এমনই বন্ধুত্বের বন্ধনে গড়া আমাদের Alliance! একটি টাটকা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে দুসপ্তাহ আগে মুকিত মামুন আর মামুন মুনতাসীর এর অদ্ভুত ক্যমিস্ট্রি। প্রথমে ঝগড়া ও হুমকি আর ঠিক তার পরবর্তীতেই পার্টনার হয়ে ব্যাডমিন্টন খেলা! আর সবার সাথে স্বয়ং চেয়ারম্যান (নাহিদ) হতভম্ব! দীর্ঘজীবি হোক আমাদের বন্ধুত্বের বৈচিত্রে ভরা ALLIANCE 😍 .......kkm
কিন্তু স্কুলের বাল্য জীবনের বন্ধুর ক্ষেত্রে ব্যপারটা ঠিক যেন তার উল্টোটা। এখানে পর্যাপ্ত উপাদান আর বৈশিষ্ট্য না থাকলেও তা থাকে অনেক গভীর ও মজবুত। তাইতো দীর্ঘদিন পরও স্কুলের কোন বাল্য বন্ধুকে দেখলে আমরা অশ্লীল ভাষায় গালি দিয়ে একটা বুকভরা আলিঙ্গন করতে পারি। নির্দ্বিধায় বলতে পারি মনের অনেক না বলা কথা। এমনই বন্ধুত্বের বন্ধনে গড়া আমাদের Alliance! একটি টাটকা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে দুসপ্তাহ আগে মুকিত মামুন আর মামুন মুনতাসীর এর অদ্ভুত ক্যমিস্ট্রি। প্রথমে ঝগড়া ও হুমকি আর ঠিক তার পরবর্তীতেই পার্টনার হয়ে ব্যাডমিন্টন খেলা! আর সবার সাথে স্বয়ং চেয়ারম্যান (নাহিদ) হতভম্ব! দীর্ঘজীবি হোক আমাদের বন্ধুত্বের বৈচিত্রে ভরা ALLIANCE 😍 .......kkm
Comments
Post a Comment