Skip to main content

Thanks to mmmmmmmmm...












                                                                     প্রিয় বন্ধু এমএম এর একক নিষ্ঠায় গতকালের ভলিবল অ্যারেঞ্জমেন্ট
নিঃসন্দেহে চমৎকার ছিল। কথা দিয়ে এবং একবার সিডিউল দিয়েও ORWA ভলিবল টুর্নামেন্ট অর্গানাইজ করতে না পারলেও ALLIENCE যে থেমে নেই, সেটা গতকাল আবারো প্রমাণিত হয়েছে। এটা মনে হতেই গর্বে বুকটা ফুলে ওঠে যে ALLANE সবসময়ই অনেক বেশী অর্গানাইজড,  এমনকি ORWA এর চাইতেও। 
এই সীমিত আয়োজনে চমৎকার কিছু পুরষ্কার এর মাধ্যমে ভলিবলের বিগত কয়েক বছরের নিয়মিত অংশগ্রহণকারী বন্ধুদের যে রিকগনিশন দেয়া হলো সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আর এর বেশিরভাগ ক্রেডিট প্রিয় বন্ধু এমএম এর। এই ছোট্ট আয়োজনে দুটি চিয়ারগার্ল এনে সবাইকে বাকরুদ্ধ করার সাহসী পদক্ষেপ এমএম এর মত আধুনিক চিন্তধারার দুএকজন সংখ্যালঘু ব্যক্তিই করতে পারে। পরবর্তীতে এ জতীয় আয়োজনে আমাদের অগ্রগতি স্বচক্ষে দেখবার জন্যে ORWA কমিটিকে আমন্ত্রণ জানানোর দাবী রাখছি। সেই সাথে বন্ধু এমএম কে বলছি, "যে কাজ করে, তারই সমলোচনা হয় আর যে কাজ করে না সে নিজের অপারগতাকে ঢাকবার জন্যে অন্যের সমলোচনা করে।" কাজেই তুই কারো কথায় কর্ণপাত না করে এগিয়ে চল আপন গতিতে। শুধু খেয়াল রাখিস আমাদের সবার গর্ব ALLIANCE যেন বিতর্কিত না হয়। পরিশেষে আমি ALLIANCE এর সেই সক্রিয় সদস্যদের স্যালুট জানাতে চাই যারা ALLIANCE কে এগিয়ে নিতে সবসময় সামনের সারিতে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। Long live ALLIANCE.    .......kkm

Comments

Popular posts from this blog

দিন চলে যায় তার নিজের মতো করে, ফিরে সেতো আসেনা আর পিছন ফিরে, বাতাস বয়ে যাচ্ছে চলে দক্ষিণ থেকে উত্তরে, সেও যেনো ফিরবেনা আর সময়ের হাত টি ধরে, কাঁদছে সময় তোমায় ভেবে সারা বেলা রাত্রি দুপুর, বেজে যাক বুকের মাঝে রেখে যাওয়া স্মৃতির নূপুর, ভাবনারা মেলুক পাখা তোমার মনের আঙিনায়, হৃদয়ের মণিকোঠা থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই *****হ্যাপি বার্থডে নাহিদ****----------------- DRMC 93-95 Alliance Limited

The White Tiger (2021)

An ambitious Indian driver uses his wit and cunning to escape from poverty and rise to the top. An epic journey based on the New York Times bestseller. Director:   Ramin Bahrani Writers:   Ramin Bahrani  (written for the screen by),  Aravind Adiga  (based on the book by) Stars:   Adarsh Gourav ,  Rajkummar Rao ,  Priyanka Chopra      https://drive.google.com/drive/folders/1j7kfV7GsLBjNMpBULqZfd0heQh9yt7Kg?usp=sharing