এই সীমিত আয়োজনে চমৎকার কিছু পুরষ্কার এর মাধ্যমে ভলিবলের বিগত কয়েক বছরের নিয়মিত অংশগ্রহণকারী বন্ধুদের যে রিকগনিশন দেয়া হলো সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আর এর বেশিরভাগ ক্রেডিট প্রিয় বন্ধু এমএম এর। এই ছোট্ট আয়োজনে দুটি চিয়ারগার্ল এনে সবাইকে বাকরুদ্ধ করার সাহসী পদক্ষেপ এমএম এর মত আধুনিক চিন্তধারার দুএকজন সংখ্যালঘু ব্যক্তিই করতে পারে। পরবর্তীতে এ জতীয় আয়োজনে আমাদের অগ্রগতি স্বচক্ষে দেখবার জন্যে ORWA কমিটিকে আমন্ত্রণ জানানোর দাবী রাখছি। সেই সাথে বন্ধু এমএম কে বলছি, "যে কাজ করে, তারই সমলোচনা হয় আর যে কাজ করে না সে নিজের অপারগতাকে ঢাকবার জন্যে অন্যের সমলোচনা করে।" কাজেই তুই কারো কথায় কর্ণপাত না করে এগিয়ে চল আপন গতিতে। শুধু খেয়াল রাখিস আমাদের সবার গর্ব ALLIANCE যেন বিতর্কিত না হয়। পরিশেষে আমি ALLIANCE এর সেই সক্রিয় সদস্যদের স্যালুট জানাতে চাই যারা ALLIANCE কে এগিয়ে নিতে সবসময় সামনের সারিতে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। Long live ALLIANCE. .......kkm
এই সীমিত আয়োজনে চমৎকার কিছু পুরষ্কার এর মাধ্যমে ভলিবলের বিগত কয়েক বছরের নিয়মিত অংশগ্রহণকারী বন্ধুদের যে রিকগনিশন দেয়া হলো সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আর এর বেশিরভাগ ক্রেডিট প্রিয় বন্ধু এমএম এর। এই ছোট্ট আয়োজনে দুটি চিয়ারগার্ল এনে সবাইকে বাকরুদ্ধ করার সাহসী পদক্ষেপ এমএম এর মত আধুনিক চিন্তধারার দুএকজন সংখ্যালঘু ব্যক্তিই করতে পারে। পরবর্তীতে এ জতীয় আয়োজনে আমাদের অগ্রগতি স্বচক্ষে দেখবার জন্যে ORWA কমিটিকে আমন্ত্রণ জানানোর দাবী রাখছি। সেই সাথে বন্ধু এমএম কে বলছি, "যে কাজ করে, তারই সমলোচনা হয় আর যে কাজ করে না সে নিজের অপারগতাকে ঢাকবার জন্যে অন্যের সমলোচনা করে।" কাজেই তুই কারো কথায় কর্ণপাত না করে এগিয়ে চল আপন গতিতে। শুধু খেয়াল রাখিস আমাদের সবার গর্ব ALLIANCE যেন বিতর্কিত না হয়। পরিশেষে আমি ALLIANCE এর সেই সক্রিয় সদস্যদের স্যালুট জানাতে চাই যারা ALLIANCE কে এগিয়ে নিতে সবসময় সামনের সারিতে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। Long live ALLIANCE. .......kkm
Comments
Post a Comment