Skip to main content

Tides of memory ...

আজ ২রা ফেব্রুয়ারি।  ৩০ বছর আগে আজকের  বিকেলে আমাকে হোস্টেলে পৌছে দেয়া হয়েছিলো। তখন আমাদের বাড়ী মিরপুরে। মিরপুর থেকে মোহাম্মদপুর!  অল্প পথ, আজকের মতো বহুদূরের না। তাও!
যাবার সময় আমাকে গাড়ির সামনে বসানো হয়েছিলো কারন  পেছনে বসা মায়ের কান্না যেন টের না পাই। কিন্তু পেয়েছিলাম! অথচ বলতে পারিনি! জীবনে অনেক কিছুই বলতে না পারাটা বোধহয় আমার ঐ গাড়ীতে বসেই শেখা।
ঢাকা রেসিডন্সিয়াল মডেল কলেজ পৌছে গেলাম অল্প কিছুক্ষনের ভেতর।ঠিকানা কুদরত-ই-খুদা হাউস।সেদিন আমি একবারের জন্য কাঁদি নাই। এই কান্না গিলে ফেলার গুনটাও বোধহয় আমার সেদিন শেখা।আমাকে রেখে চলে গেলো সবাই। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম শুধু! 
সেদিন ফিরে যাওয়া গাড়ীটা চোখ থেকে মিলিয়ে যাবার পর যে মানুষ গুলোকে জীবনে প্রথমবারের মতো চিনেছি,জেনেছি!  তাদের প্রায় সবটা আজ পর্যন্ত আমার জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।  ভাগ্যিস আমাকে রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি করা হয়েছিলো! 
আমি ভাগ্যবান। আমার প্রতি কারো ভালোবাসা ফুরায় না কখনো........... ফিরে আসে!  ফিরে আসতেই হয়........          Tanmoy tansen

Comments

Popular posts from this blog

Monster Hunter (2020)

When Lt. Artemis and her loyal soldiers are transported to a new world, they engage in a desperate battle for survival against enormous enemies with incredible powers. Feature film based on the video game by Capcom. Director:   Paul W.S. Anderson Writers:   Paul W.S. Anderson ,  Kaname Fujioka  (video game series) Stars:   Milla Jovovich ,  Tony Jaa ,  Ron Perlman https://drive.google.com/drive/folders/1j7kfV7GsLBjNMpBULqZfd0heQh9yt7Kg?usp=sharing

The Extraordinary Journey of the Fakir (2018)

Ajatashatru Lavash Patel has lived all his life in a small Mumbai neighborhood tricking people with street magic and fakir stunts. He sets out on a journey to find his estranged father, but instead gets dragged on a never-ending adventure. Director:   Ken Scott Writers:   Romain Puértolas  (screenplay),  Luc Bossi  (screenplay)  |   3 more credits  » Stars:   Dhanush ,  Bérénice Bejo ,  Erin Moriarty https://userscloud.com/454d49r3zkyc

The Good Doctor (tv series 2017-- )

Shaun Murphy, a young surgeon with autism and Savant syndrome, is recruited into the surgical unit of a prestigious hospital. Creator:   David Shore Stars:   Freddie Highmore ,  Antonia Thomas ,  Hill Harper https://drive.google.com/open?id=1FlIH6FIEqNQAl_WJiUpfpjiE2UK8B117 s2e5 https://cloudvideo.tv/zk2592yh6w2t