Skip to main content

বন্ধুত্বের টানে সিক্ত Alliance এর চলমান এই মধুর সফরে আরো একটি নতুন অধ্যায় যুক্ত হলো। Alliance এখন আর প্রতি শুক্রবার ভলিবল আর আড্ডার মধ্যে সীমিত নয়। সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি দিন এবং আরো কিছু গেমস। হ্যা বন্ধুরা, ভলিবলের পাশপাশি Alliance এর সাপ্তাহিক গেমস-এ যুক্ত হয়েছে যথারীতি টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ক্যারাম। সাথে দাবারও আয়োজন রয়েছে। শুক্রবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ভলিবল। আর শনিবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন। বলবার অপেক্ষা রাখে না, উপরোক্ত গেমস এর সাথে থাকছে মধুর আড্ডা আর আনলিমিটেড ফুড & ফান। Alliance কে এই এক ধাপ ওপরে উঠানোর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে বর্তমান সুযোগ্য কমিটির। স্পেশালি Alliance এর প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় বন্ধু নাহিদ, সেক্রেটারী সজীব, ট্রেজারার মামুন মুনতাসীর ও সক্রিয় সদস্য নূর সালাম এর ভূমিকা প্রশংসাতুল্য। এ ছাড়াও রয়েছে ছাম্মী, শিমু মিজান, টিপু, মহসীন, সুজন, শাহেদ, মামুন ও আকনের মতো সুযোগ্য উদ্যোক্তা ও উৎসাহদাতা! তোমরা যারা Alliance এর হাসি, ঠাট্টা, খেলাধুলা আর সীমাহীন আনন্দের এই সাপ্তাহিক মহাযজ্ঞে এখনো অনিয়মিত কিংবা অনুপস্থিত, তারা কালবিলম্ব না করে বন্ধুত্বের এই মিলনমেলায় যোগ দিয়ে ফেলো। এটি নিঃসন্দেহে প্রত্যেকের সংগ্রামী বাস্তব জীবনযুদ্বের খোরাক হিসেবে কাজ করবে। Long live ALLIANCE 🎉

Very nice post from kkm👌

Comments

  1. Heartfelt thanks to Salauddin Bappy for creating this platform in blog world

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

দিন চলে যায় তার নিজের মতো করে, ফিরে সেতো আসেনা আর পিছন ফিরে, বাতাস বয়ে যাচ্ছে চলে দক্ষিণ থেকে উত্তরে, সেও যেনো ফিরবেনা আর সময়ের হাত টি ধরে, কাঁদছে সময় তোমায় ভেবে সারা বেলা রাত্রি দুপুর, বেজে যাক বুকের মাঝে রেখে যাওয়া স্মৃতির নূপুর, ভাবনারা মেলুক পাখা তোমার মনের আঙিনায়, হৃদয়ের মণিকোঠা থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই *****হ্যাপি বার্থডে নাহিদ****----------------- DRMC 93-95 Alliance Limited