Skip to main content

Posts

Showing posts from January, 2019

some bollywood classics cover....I am not getting rid of these voices anytime soon!

The life of Rani Lakshmibai, one of the key leaders in the Indian Rebellion of 1857

Quality isn't so good but worth watching. kangana is at "his" best.                                       Manikarnika - The Queen Of Jhansi tells you the story of women, daughter, wife,mother,queen & freedom fighter.just watched this movie .. & if I have to review it in a word I would say 'Magnum Opus' ... https://drive.google.com/open?id=1pWKtRIrv4KUf9uY9rBecuk0QpBq0TwOq

Great share by mamun

মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন। নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করে ছিলেন,যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরিক্ষা করতো।খাবার ল্যাবরেটরিতে পরিক্ষা করে খাওয়ানো হত। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল। মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে চলে ছিলেন। Oxygen যুক্ত বেডে ঘুমাতেন। নিজের জন্য Organ Donar রেডি করে রেখেছিলেন।যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন,যাতে হঠাৎ দরকার পড়লেই তারা Kidney, Lungs,Eye etc organ মাইকেলকে দিতে পারে। পারলেন না হেরে গেলেন। মাত্র 50 বছরে জীবনে। 25th June 2009 সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। নিজের ঘরে থাকা 12 জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলোনা। Los Angeles, California র সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া একপাও চলতেন না। যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখাতেন। তার স্বপ্ন অধরাই রয়ে গেল। মাইকেল জ্যাকসনের অন্তিমযাত্রা 2.5 million লোক Live দেখেছি...

A heart touching melody

If you like classical song

বন্ধুত্বের টানে সিক্ত Alliance এর চলমান এই মধুর সফরে আরো একটি নতুন অধ্যায় যুক্ত হলো। Alliance এখন আর প্রতি শুক্রবার ভলিবল আর আড্ডার মধ্যে সীমিত নয়। সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি দিন এবং আরো কিছু গেমস। হ্যা বন্ধুরা, ভলিবলের পাশপাশি Alliance এর সাপ্তাহিক গেমস-এ যুক্ত হয়েছে যথারীতি টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ক্যারাম। সাথে দাবারও আয়োজন রয়েছে। শুক্রবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ভলিবল। আর শনিবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন। বলবার অপেক্ষা রাখে না, উপরোক্ত গেমস এর সাথে থাকছে মধুর আড্ডা আর আনলিমিটেড ফুড & ফান। Alliance কে এই এক ধাপ ওপরে উঠানোর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে বর্তমান সুযোগ্য কমিটির। স্পেশালি Alliance এর প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় বন্ধু নাহিদ, সেক্রেটারী সজীব, ট্রেজারার মামুন মুনতাসীর ও সক্রিয় সদস্য নূর সালাম এর ভূমিকা প্রশংসাতুল্য। এ ছাড়াও রয়েছে ছাম্মী, শিমু মিজান, টিপু, মহসীন, সুজন, শাহেদ, মামুন ও আকনের মতো সুযোগ্য উদ্যোক্তা ও উৎসাহদাতা! তোমরা যারা Alliance এর হাসি, ঠাট্টা, খেলাধুলা আর সীমাহীন আনন্দের এই সাপ্তাহিক মহাযজ্ঞে এখনো অনিয়মিত কিংবা অনুপস্থিত, তারা কালবিলম্ব না করে বন্ধুত্বের এই মিলনমেলায় যোগ দিয়ে ফেলো। এটি নিঃসন্দেহে প্রত্যেকের সংগ্রামী বাস্তব জীবনযুদ্বের খোরাক হিসেবে কাজ করবে। Long live ALLIANCE 🎉

Very nice post from kkm👌

Thanks to Maksumul Hoque Sajib and Mizanur Rahman for nice BBQ .we are looking forward to throwing more party from you.cheers.!!!

 we want more..........

Hi there, its the opening of a new blog for alliance 93-95,inspire us by your comment share,link....